Monday, June 30, 2014

Payza / Alertpay Account কিভাবে খুলবেন?

(Payza / Alertpay account) অ্যাকাউন্ট কিভাবে খুলবেন?

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি, অনলাইনে আমরা অনেকেই ইনকাম করি এই ইনকামের অর্থ বিভিন্ন কার্ড বা একাউন্টের সাহায্য যেমন- এলার্টপে, পেপাল, মানিবুকার্স ইত্যাদির মাধ্যমে নিজের পকেটে আনা যায়। কিন্তু সমস্যা হল -অনেকেই ঠিক করে বুঝতে পারছেন এখানে কি ভাবে একাউন্ট ওপেন করতে হয়, কি সুবিধা-অসুবিধা আছে, দরকারী কোন পরামর্শ অআছে কিনা ইত্যাদি। আশা করি অনেকের উপকারে আসবে।
ইনকামের টাকা/অর্থ পাবার অনেকগুলো মাধ্যম আছে- যে গুলো পূর্বেই উল্লেখ করেছি। এর মধ্য বর্তমানে বাংলাদেশী তথা আপনাদের উপকার স্বার্থে ও সুবিধার প্রেক্ষিতে আজকে এলার্ট পে নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে পিসি হেল্প লাইনে বিভিন্ন পোষ্টের কমেন্টে অনেক ভাই/বন্ধুরা অনুরোধ করেছিলেন- কি ভাবে এলার্টপে একাউন্ট পেতে পারি বা ওপেন করতে পারি। আজকে তারা এই সুযোগটি গ্রহন করতে ভূলবেন না।

তবে এই পোষ্টটি বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ রাখব- আপনারা কাজ শুরু করবার পূর্বে প্রথমত আমার এই পোষ্টটি একবার ভাল করে পড়ে নিন। কোথায় কি সমস্যা বা দরকারী পরামর্শ আছে তা নোট করে নিন- । তারপর কাজের নির্দেশনা শুরু করুন। অবশ্য কাজের সুবিধার জন্য আমার এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়ে এটি অনুসরন করে এলার্টপের কাজ শুরু করতে পারবেন। আশা করি তাতে বুঝতে অনেক সুবিধা হবে।
এলার্টপে সম্পর্কে একটি ঘোষনা!
সম্মানীত ভিজিটর অআপনারা হয়ত অনেকেই অবগত হয়েছেন যে, গত মাস হতে এলার্টপে তার নাম পরিবর্তন করে নতুন নাম হিসাবে পেজা দিয়েছে। মূলকথা এখন Alert pay এর বদলে Payza হিসাবে কাজ করবে। সুতরাং যারা নতুন ভিজিটর তাদের দু:চিন্তার করার কোন কারন নাই। কেননা প্রায় পূর্বের সকল এন্টারফেস ঠিক রেখে শুধু নাম পরিবর্তন করে Alert pay এর বদলে Payza রাখা হয়েছে। বিভিন্ন দেশের আইটি বিশেষ্জ্ঘ গণ মনে করছেন বর্তমানে বিশ্বে ১ম স্থান অর্জনকারী ও জনপ্রিয় অনলাইন পেমেন্ট প্রতিষ্ঠান পেপালকে ব্যবসায়িক টেক্কা দেবার জন্যই সম্ভাবত সাবেক Alert pay কর্তৃপক্ষ এই কারসাজি করেছে।
পূর্বে যারা এলার্টপে একাউন্ট ওপেন করেছিলেন তখন নিম্নরুপ পেজ শো করত-
 
বর্তমানে পেজা নাম হিসাবে নিম্নরুপ স্কীন পাবেন-
 
এলার্ট পে একাউন্ট
প্রথমত জানা যাক- এলার্টপে/ Payza কি?
এলার্ট পে/Payza একটি পেপালের মতই ইন্টারনেটে অর্থ লেনদেনের সহজ ও জনপ্রিয় পদ্ধতি। মুলত যারা নেটের বিভিন্ন সাইটে ইনকাম করেন তারা তাদের অর্থ গ্রহনের জনন্য, পাবার জন্য এলার্ট পে ব্যবহার করেন। এলার্টপের সদর দপ্তর বাড়ী কানাডাতে।অর্থাৎ এটি একটি কানাডিয়ান প্রতিষ্ঠান।২০০৪ সালে মাত্র ৬ জন কর্মচারী নিয়ে এলার্ট পে যাত্রা শুরু করে। এখন এটি বর্তমানে প্রায় ২৫০ জনের অধিক কর্মচারী ও ১ কোটির বেশী গ্রাহক নিয়ে একটি বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিদিন প্রায় ১০,০০০ নতুন ব্যবহারকারী এলার্ট পে সাইটে রেজি করছে।বিশ্বের প্রায় ২০০ টি দেশে এর সার্ভিস চালু রয়েছে। এখানে প্রায় ২৫ টি মুদ্রায় অর্থ লেনদেন করা যাবে।তাছাড়া এই প্রতিষ্ঠানের ৫২ টি দেশে জোনাল ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকেন।

একটি Verified Payza Account খোলার পদ্ধতি

আজ আমরা কিভাবে একটি Verified “Payza অ্যাকাউন্ট খুলতে হয় তা শিখবো । তবে “Payza” অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনার National ID Card   এবং Driving license original or fake কপি তৈরি করে নিবেন। এখানটায় আমরা ভুল করি যে আগে “Payza” অ্যাকাউন্ট খুলি, যার কারনে পরে Verify করা কঠিন হয়ে যায়,এক্ষেত্রে দেখা যায় পরে Verified করা যায় না । চলুন নিচের চিত্রগুলো দেখি এবং একটি Verified “Payza” অ্যাকাউন্ট খুলি ।
১ম লিঙ্কে ক্লিক করুন । অথবা  Signup with Payza today  ক্লিক করি  চিত্রানুযায়ী, আমরা Personal Account খুলবো , Starter Account খুলবো না । Starter Account-এ কিছু সীমাবদ্ধতা আছে;মাসে ৪০০ ডলারের বেশি এবং লাইফটাইম ২০০০ ডলারের বেশি তোলা যায় না ।
 
 
এবার  Personal লেখার নিচে Select এ ক্লিক করুন, তারপর নিচের চিত্রের মত পেজ ওপেন হবে । 
এবার Step-1 -National ID Card   এবং   Bank Statement অনুযায়ী ফর্ম ফিলাপ করতে হবে; তা না হলে  Account Verify করা যাবে না । Next-এ ক্লিক করে Step-2   একইভাবে পুরন করবো ।

Step-3 তে E-mail Verify করতে দিতে বলবে..................

এবার আপনার E-mail Address- এ গিয়ে নিচের মত Click here to validate your email address-লেখায় ক্লিক করুন……
এবার log in করে unverified-এ ক্লিক করুন


Payza  Account দুইভাবে  Verify করা যাবে । ১.Document Validation-এর মাধ্যমে । ২. Photo ID Validation-এর মাধ্যমে । আমরা 2 নং পদ্ধতি অনুসরন করবো । এক্ষেত্রে  লাগবে National ID Card  এবং Driving license original or fake Scan কপি ।

এবার নিচের চিত্রের মত ৩টি ধাপে National ID Card   এবং Driving license original or fake Scan কপি add করি

এবার, Unverified-এ ক্লিক করে Photo ID Validation-এ ক্লিক করুন 




এখন, view all documents submitted-এ ক্লিক করলে নিচের চিত্রের মত দেখাবে 

৪-৫ দিনের মধ্যেই “Payza”  Account Verify হয়ে যাবে । E-mail-এ মাধ্যমে আপনাকে জানানো হবেদেখুন “Payza” Account Verify হয়ে গেছে......
আজ এ পর্যন্তই । নিচের ক্লিক করে ও অ্যাকাউন্ট খুলতে পারেন।
 Get your FREE account with Payza