Tuesday, September 9, 2014

Verify The Birth Records of Bangladesh | বাংলাদেশে জন্ম তথ্য যাচাই - জন্ম নিবন্ধন

খনও কখনও ভুয়া জন্ম নিবন্ধন বা Birth Certificate হওয়ার কারণে বেকায়দায় পড়তে হতো। কোন প্রতিষ্ঠানে আপনার জন্ম নিববন্ধন সার্টিফিকেট ব্যবহার করার আগে, আপনি নিজেই যাচাই করে নিন আপনার Birth Certificate আসল, নাকি ভুয়া। অনলাইনে খুব সহজেই আপনি ভেরিফাই করে নিতে পারেন আপনার জন্মনিবন্ধন সার্টিফিকেটটি। আবার নতুন জন্ম নিবন্ধন ফর্ম সংগ্রহ করে, নতুন জন্ম নিবন্ধনের কাজটিও আপনি সারতে পারেন এই অনলাইনের
মাধ্যমেই।
কিভাবে আপনি আপনার Birth Certificate ভেরিফাই করবেন জানতে ক্লিক করুন এখানে:  Video link
 or watch this video


   ফর্মের যথাস্থানে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করুন আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি যদি আসল হয়, তাহলে আপনি আপনার নাম ঠিকানাসহ সকল তথ্য দেখতে পারবেন। আর যদি লাল রং এর হরফে লেখা Matching birth records not found দেখতে পান, তাহলে বুঝবেন আপনার Birth Certificate আসলে ভুয়া।

জন্ম নিবন্ধন আইন অনুযায়ী: জাতি-গোষ্ঠি, ধর্ম-কিংবা জাতীয়তা নির্বিশেষে বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রত্যেকটি মানুষের জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন প্রক্রিয়া শেষে জন্ম নিবন্ধন কর্তৃপক্ষ নিবন্ধনকারীকে একটি সার্টিফিকেট প্রদান করবেন। জন্ম নিবন্ধন আইনের বিধান অনুযায়ী এই বিধি লঙ্ঘনকারী নিবন্ধক বা ব্যক্তি অনধিক ৫০০ (পাঁচ শত টাকা) অথবা অনধিক ২মাস বিনাশ্রম কারাদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন। অতএব সময় নষ্ট না করে নবজাত জন্মের সঙ্গে সঙ্গে জন্ম নিবন্ধিত করুন।

জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে?
ক) পাসপোর্ট ইস্যু খ) বিবাহ নিবন্ধন গ) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ঘ) সরকারী, বেসরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থায় নিয়োগদান ঙ) ড্রাইভিং লাইসেন্স ইস্যু চ) ভোটার তালিকা প্রণয়ন ছ) জমি রেজিষ্ট্রেশন জ) ব্যাংক হিসাব খোলা ঝ) আমদানি ও রপ্তানী লাইসেন্স প্রাপ্তি ঞ) গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি ট) ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) প্রাপ্তি ঠ) ঠিকাদারী লাইসেন্স প্রাপ্তি ড) বাড়ির নক্সা অনুমোদন প্রাপ্তি ঢ) গাড়ির রেজিষ্ট্রেশন প্রাপ্তি ন) ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও ত) জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি।

go to above link for verification
1. Main page: http://br.lgd.gov.bd/
2. Direct Verification Link: http://bris.lgd.gov.bd/pub/?pg=verify_br

Thursday, September 4, 2014

Adobe Premiere Pro CC 7.0.0 Crack Instruction for 64 bit windows

 Tutorial:

0. * YOU DO NOT NEED TO UNINSTALL CS6 (If you have) or you can it and than
1. Open an account in Adobe website. http://www.adobe.com/
2. Install application from "Adobe Premiere Pro CC" folder by double
   clicking on the "Set-up.exe" (With admin rights on your system.)
3. Choose TRY install. Enter your Adobe account info when asked.
4. Select your language. (You can not change it after installation)
5. Open application as trial and select "Launch Now" - "Start Trial"
   and close the application. (IMPORTANT : If you miss this step you
   will not have 3D option)
6. Copy "amtlib.dll" from "crack" folder and paste it in to installation
   folder by overwriting (replacing). It is generally ;
   C:\Program Files\Adobe\Adobe Premiere Pro CC
7. if any problem see the tutorial
 
8. or contact me this with the link
     https://www.youtube.com/user/suncreation1
     http://makeitveryeasy.blogspot.com/2014/08/my-video-channel.html

9. Crack download link
     Premiere Pro CC 7.0.0 (64 bit) Crack [DOWNLOAD]